কিভাবে উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করবেন

আপনি কি জানেন কিভাবে উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করতে হয়?

মাইক্রোসফটের উইন্ডোজ ১০ হল বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সবথেকে বেশী ব্যবহৃত অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের একটি বৈশিষ্ট্য হল অটোমেটিক সিস্টেম আপডেট। এটি একদিকে একটি চমৎকার বৈশিষ্ট্য কিন্তু অন্যদিকে অনেকের জন্য সমস্যার তৈরি করে।

অপারেটিং সিস্টেম আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি আমরা প্রায় সবাই জানি। কারণ সেগুলি সাম্প্রতিক নিরাপত্তা হুমকির বিরুদ্ধে সিস্টেমকে সুরক্ষিত রাখে এবং নতুন আকর্ষনীয় ফিচার আমাদের কাছে নিয়ে আসে।

মাইক্রোসফট কেন প্রতিনিয়ত উইন্ডোজ আপডেট নিয়ে আসে

মূলত মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে আগের ভার্শনের থেকে বেশি সিকিউর এবং ইউজার ফ্রেন্ডলী করার জন্যই প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকে। বিশেষ করে অপারেটিং সিস্টেমের নিরাপত্তার জন্যেই উইন্ডোজ নিয়মিত আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ন।

কোন অপারেটিং সিস্টেমকেই সম্পূর্ণ রূপে সিকিউর বলা যায় না। কেননা সব সফটওয়্যারেরই কোন না কোন সমস্যা বা ত্রুটি থেকে যায়। যাকে কম্পিউটারের ভাষায় আমরা বাগ বলে থাকি। আর হ্যাকাররা প্রতিনিয়ত এই সব ত্রুটি বা বাগ খুঁজে বের করে এবং সেই বাগ ব্যবহার করে বিভিন্ন ধরনের হ্যাকিং এর কাজ করে থাকে।

আর এই সব বিষয়ের কথা মাথায় রেখেই মাইক্রোসফট, তাদের উইন্ডোজের পূর্বের ভার্সনে থাকা বিভিন্ন ধরনের সিকিউরিটি বাগ ফিক্স করে এবং নতুন কিছু ফিচার যুক্ত করে উইন্ডোজ এর আপডেট আমাদের কাছে নিয়ে আসে। আর এই সব কারনে আপনাদের নিয়মিত অপারেটিং সিস্টেম আপডেট করা উচিৎ।

কেন উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করবেন

কিন্তু উইন্ডোজ ১০ এর অটোমেটিক সিস্টেম আপডেটের কিছু খারাপ দিক রয়েছে। অনেক সময় আপনি ইন্টারনেটে কোন কাজ করার সময় যদি অটোআপডেট শুরু হয় তাহলে আপনার কম্পিউটারের ইন্টারনেট স্পিড কমে যেতে পারে। আবার কখনও কখনও কম্পিউটার রিস্টার্ট নিতে পারে। যার ফলে আপনার কাজে সমস্যা হতে পারে।

উইন্ডোজ অটো আপডেট বন্ধ করার পেছনে আরো একটি বড় কারন হলো, বাংলাদেশের অনেক মানুষ এখনও মোবাইল ডাটার মাধ্যমে ইন্টারনেট ইউজ করে, যেখানে ডাটার পরিমান লিমিটেড। কিন্তু মাঝে মধ্যেই উইন্ডোজের আপডেট ফাইলের সাইজ গুলো অনেক বড় হয়ে থাকে। যার ফলে এই অটোমেটিক আপডেট নেওয়ার কারণে আপনার অজান্তেই অটোমেটিক ভাবে আপনার লিমিটেড ডাটা শেষ হয়ে যায়।

এছাড়াও অনেক সময় কম্পিউটার চালু বা বন্ধ করার সময় এই আপডেট ফাইল গুলো ইনস্টল নেওয়া শুরু করে। যা শুধুমাত্র সময় সাপেক্ষ ব্যাপার নয় বরং অনেক বিরক্তিকর একটি ব্যাপার হয়ে দাঁড়ায়।

আরও পড়ুনঃ কিভাবে কম্পিউটার থেকে জাঙ্ক ফাইল ডিলিট করবেন

উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করার পদ্ধতি

উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করার জন্য বর্তমানে প্রচলিত এবং জনপ্রিয় কয়েকটি পদ্ধতি নিচে আলোচনা করা হল-

উইন্ডোজ আপডেট সার্ভিস ব্যবহার করে

উইন্ডোজ আপডেট সার্ভিস ব্যবহার করে, উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার কম্পিউটারে Run উইন্ডো ওপেন করেন। Run উইন্ডো ওপেন করা জন্য Start মেনুতে ক্লিক করে Run টাইপ করে এন্টার কি প্রেস করুন অথবা কীবোর্ডের Win+R কি চাপুন।
  • এরপর Run উইন্ডো এর ফাঁকা ঘরে services.msc টাইপ করে এন্টার কি প্রেস করুন।
  • এরপর কম্পিউটার স্ক্রিনে Services নামে একটি উইন্ডো ওপেন হবে। এরপর মাউস নিচের দিকে স্ক্রল করে Windows Update অপশনটি খুঁজে বের করুন। (নিচের ছবিতে দেখুন)
  • এরপর Windows Update অপশনে ডাবল ক্লিক করুন অথবা Windows Update এর উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
  • পরের উইন্ডোতে Startup type এর ডান পাশে থাকা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে Disable অপশনটি সিলেক্ট করুন।
  • এরপর আপনি Service Status প্রথম অবস্থায় Running দেখতে পাবেন, সেটি বন্ধ করার জন্য Stop বাটনে ক্লিক করুন।
  • এরপর Apply বাটনে ক্লিক করে Ok বাটনে ক্লিক করুন।
  • আপনি যদি কখনো পুনরায় অটো আপডেট অপশনটি এনাবল করতে চান তাহলে শুধু Startup type এ Automatic বা Manual সিলেক্ট করে দেবেন।

গ্রুপ পলিসি এডিট অপশন ব্যবহার করে

Group Policy Edit অপশন ব্যবহার করে উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ বা নিয়ন্ত্রন করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার কম্পিউটারে Run উইন্ডো ওপেন করেন। Run উইন্ডো ওপেন করা জন্য Start মেনুতে ক্লিক করে Run টাইপ করে এন্টার কি প্রেস করুন অথবা কীবোর্ডের Win+R কি চাপুন।
  • এরপর Run উইন্ডো এর ফাঁকা ঘরে gpedit.msc টাইপ করে এন্টার কি প্রেস করুন।
  • এরপর Local Group Policy Editor উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো এর বাম পাশের প্যানেল থেকে Computer Configuration >> Administrative Templates >> Windows Components >> Windows Update এ ক্লিক করুন।
  • এরপর ডান পাশের প্যানেল থেকে Configure Automatic Updates অপশনটি খুঁজে বের করে এর উপর ডাবল ক্লিক করুন।
  • এরপর Configure automatic updates এর নিচে Enable অপশনের বাম পাশে থাকা রেডিও বাটনে ক্লিক করুন। Configure automatic updating এর নিচে থাকা ড্রপ ডাউন মেনু থেকে Notify for download and notify for install সিলেক্ট করুন।
  • এরপর নিচের দিকে Every Week অপশনটির বাম পাশে থাকা চেক বক্সটি যদি মার্ক করা থাকে তাহলে সেটি আন মার্ক করে Apply বাটনে ক্লিক করে OK তে ক্লিক করুন।

তবে আপনারা যদি উইন্ডোজ ১০ এর হোম ভার্সন ব্যবহার করেন তাহলে এই পদ্ধতিটি কাজ করবে না।

আরও পড়ুনঃ সেরা ফ্রি ক্লাউড স্টোরেজ সার্ভিস প্রোভাইডারের তালিকা

আপডেট সেটিংস ব্যবহার করে

আপডেট সেটিংস এর মাধ্যমে আপনি উইন্ডোজ ১০ এর অটো আপডেট নির্দিষ্ট সময় পর্যন্ত Pause করে রাখতে পারবেন।

  • প্রথমে আপনার কম্পিউটারের Settings উইন্ডো ওপেন করুন। Settings উইন্ডো ওপেন করার জন্য Start মেনুতে ক্লিক করে Settings আইকনে ক্লিক করুন অথবা কীবোর্ডের Win + I কি চাপুন।
  • এরপর Update and Security অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনি Windows Update এর ভেতরে কয়েকটি অপশন দেখতে পাবেন। আপনি যদি ৭ দিনের জন্য আপনার উইন্ডোজ ১০ এর অটো আপডেট পজ করে রাখতে চান তাহলে Pause Updated for 7 days অপশনে ক্লিক করুন।
  • আর আপনি যদি নির্দিষ্ট কোন ডেট পর্যন্ত উইন্ডোজ ১০ এর অটো আপডেট বন্ধ করে রাখতে চান তাহলে Advanced options এ ক্লিক করুন।
  • এরপর Pause Update অপশনের নিচে থাকা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে যে তারিখ পর্যন্ত আপনি উইন্ডোজ ১০ এর অটো আপডেট পজ রাখতে চান তা সিলেক্ট করে দিন। তবে এই পদ্ধতিতে আপনি সর্বোচ্চ ৩৫ দিন পর্যন্ত উইন্ডোজ ১০ এর অটো আপডেট পজ করে রাখতে পারবেন।

মিটার্ড কানেকশন ব্যবহার করে

মিটার্ড কানেকশন ব্যবহার করে মূলত আপনি আপনার ইন্টারনেটের ডাটার ব্যবহার লিমিট করে দিতে পারেন। অর্থাৎ আপনার কম্পিউটার আপনার অনুমতি ছাড়া অতিরিক্ত কোন প্রকার ফাইল ডাউনলোড করবে না বা করতে পারবে না। মিটার্ড কানেকশন ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার উইন্ডোজ ১০ এর অটো আপডেট সার্ভিস বন্ধ করতে পারবেন।

যদি আপনারা ওয়াইফাই ব্যবহার করেন তাহলে ওয়াইফাই সেটিংস থেকে মিটার্ড কানেকশন এনাবল করতে হবে। আর যদি আপনারা ল্যান কেবলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে Ethernet সেটিংস থেকে মিটার্ড কানেকশন এনাবল করতে হবে।

মিটার্ড কানেকশন চালু করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার কম্পিউটারের Settings উইন্ডো ওপেন করুন। Settings উইন্ডো ওপেন করার জন্য Start মেনুতে ক্লিক করে Settings আইকনে ক্লিক করুন অথবা কীবোর্ডের Win + I কি চাপুন।
  • এরপর Network and Internet অপশনে ক্লিক করুন।
  • এরপর Status উইন্ডোতে Network Status এ আপনার বর্তমান ব্যবহৃত কানেকশনটি শো করবে। আপনারা আপনাদের ব্যবহৃত কানেকশনের নিচে Properties অপশন দেখতে পাবেন। Properties অপশনে ক্লিক করুন।
  • Properties এ ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো এর নিচের দিকে মাউস স্ক্রল করলে metered connection অপশন দেখতে পাবেন। এখন metered connection চালু করার জন্য Set as metered Connection লেখার নিচের বাটনে টগল করে On করে দিন।

শেষ কথা

আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনারা খুব সহজেই উইন্ডোজ ১০ এর অটো আপডেট বন্ধ করতে পারবেন।

তবে আমরা আপনাদের সাজেস্ট করব যে উইন্ডোজ নিয়মিত আপডেট রাখার চেষ্টা করুন। আপনারা উইন্ডোজের অটো আপডেট বন্ধ করে রাখতে পারেন, তবে কিছুদিন পর পর আপনাদের সুবিধামতো সময়ে ম্যানুয়ালি চেক করে আপডেট করে নিন। এই আপডেট করার ফলে নতুন ফিচার এবং নিরাপত্তা বৃদ্ধির সাথে সাথে কম্পিউটারের গতিও ভালো পাবেন।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment