কিভাবে উইন্ডোজ 10 এ Run ডিজেবল করবেন

আপনি কি জানেন কিভাবে উইন্ডোজ 10 এ Run ডিজেবল করতে হয়?

রান ডায়ালগ হল সবচেয়ে পুরানো উইন্ডোজ বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি। এটির বর্তমান বাস্তবায়ন Windows 95 থেকে শুরু করে এখন পর্যন্ত উপলব্ধ। Windows 10-এ এটিতে সামান্য কিছু উন্নতি করা হয়েছে। আপনি যদি একজন সিস্টেম এডমিন হন এবং ব্যবহারকারীদের উপর অতিরিক্ত বিধিনিষেধ প্রয়োগ করতে চান, তাহলে আপনি রান ডায়ালগ ডিজেবল করে দিতে পারেন।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে RUN কমান্ডটি সরাসরি যেকোন অ্যাপ্লিকেশন বা ডকুমেন্ট ওপেন করতে ব্যবহৃত হয়। ডিফল্টভাবে, সমস্ত RUN কমান্ড System32 এ সংরক্ষণ করা থাকে। Windows + R কি প্রেস করে আপনি RUN কমান্ড প্রম্পট খুলতে পারেন। এটি কমবেশি একটি একক-লাইন কমান্ড-লাইন ইন্টারফেসের মতো কাজ করে। আমরা এই কমান্ড-লাইন ইন্টারফেস ব্যবহার করেও ওয়েব পেজ খুলতে পারি। উদাহরণস্বরূপ, আপনি যদি Run Command ব্যবহার করে কোনো ওয়েবপেজ খুলতে চান, তাহলে Run কমান্ডে শুধু www.example.com টাইপ করুন এবং এন্টার টিপুন। এটি আপনার ডিফল্ট ওয়েব ব্রাউজারে ওয়েবপেজটি ওপেন করবে। রান কমান্ড আইটি অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য খুব দরকারী। সুতরাং আপনি যদি যেকোনো কারণেই RUN কমান্ড ডিজেবল করতে চান তবে এই আর্টিকেল আপনাকে উইন্ডোজ 10-এ রান কমান্ড ডিসেবল করতে সাহায্য করবে।

উইন্ডোজ 10 এ Run ডিজেবল করার পদ্ধতি

Windows 10, এর ব্যবহারকারীদের বিল্ট-ইন টুল ব্যবহার করে Run কমান্ড ডিজেবল বা এনাবল করার অনুমতি দেয়। দুটি পদ্ধতিতে আপনি Windows 10-এ রান কমান্ড নিষ্ক্রিয় করতে পারবেন। আসুন নিচে পদ্ধতিগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক।

গ্রুপ পলিসি এডিটর ব্যবহার করে

গ্রুপ পলিসি এডিটর ব্যবহার করে Run ডিজেবল করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার কম্পিউটারে গ্রুপ পলিসি এডিটর উইন্ডো ওপেন করুন। গ্রুপ পলিসি এডিটর উইন্ডো ওপেন করার জন্য Win + R কি চেপে gpedit.msc টাইপ করে Enter কি প্রেস করুন অথবা Start মেনুতে ক্লিক করে edit group policy টাইপ করে Enter কি প্রেস করুন।
  • এরপর বামপাশের প্যানেল থেকে User Configuration > Administrative Templates > Start Menu and Taskbar এই পাথ ফলো করুন।
  • এরপর ডান পাশের প্যানেল থেকে Remove Run menu from Start Menu লেখাটি খুঁজে বের করে এর উপর ডাবল ক্লিক করুন।
  • পরের উইন্ডোতে Enable অপশনের বাম পাশে থাকা রেডিও বাটনে ক্লিক করে Apply বাটনে ক্লিক করে OK বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনি রান উইন্ডো ওপেন করতে গেলে এই This operation has been cancelled due to restrictions in effect on this computer. Please contact your system administrator মেসেজ দেখতে পাবেন।

আপনি যদি রান কমান্ডটি পুনরায় ফিরিয়ে আনতে চান তবে উপরের একই পদক্ষেপগুলি অনুসরণ করুন এবং Remove Run menu from Start Menu তে ডাবল ক্লিক করার পর Not Configured সিলেক্ট করে Apply বাটনে ক্লিক করে OK বাটনে ক্লিক করুন।

আরও পড়ুনঃ কিভাবে উইন্ডোজ 10 কম্পিউটার অটোমেটিক লক করবেন

Registry Editor ব্যবহার করে

Registry Editor ব্যবহার করে Run ডিজেবল করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার কম্পিউটারে Registry Editor উইন্ডো ওপেন করুন। Registry Editor উইন্ডো ওপেন করার জন্য Win + R কি চেপে regedit টাইপ করে Enter কি প্রেস করুন অথবা Start মেনুতে ক্লিক করে regedit টাইপ করে Enter কি প্রেস করুন।
  • এরপর বামপাশের প্যানেল থেকে HKEY_CURRENT_USER\ SOFTWARE\ Microsoft\ Windows\ CurrentVersion\ Policies\ Explorer এই পাথ ফলো করুন।
  • যদি আপনারা Policies সেকশনের মধ্যে থেকে Explorer রেজিস্ট্রি কী খুঁজে না পান তাহলে Policies তে মাউসের ডান বাটন ক্লিক করে New তে ক্লিক করে Key তে ক্লিক করুন এবং এটিকে Explorer হিসেবে নাম দিন ।
  • এরপর Explorer এর উপর ক্লিক করুন। তারপর ডান পাশের প্যানেলের ফাঁকা জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করে New তে ক্লিক করে DWORD (32-bit) Value তে ক্লিক করুন।
  • এরপর এটিকে NoRun নামে সেভ করুন। NoRun অপশনে ডাবল ক্লিক করে Value Data এর ঘরে 1 টাইপ করে Ok বাটনে ক্লিক করুন।

আপনি যদি পুনরায় রান কমান্ডটি এনাবল করতে চান, তাহলে উপরের একই পদক্ষেপগুলি অনুসরণ করুন এবং NoRun DWORD মান 1 থেকে 0 করে দিন এবং Ok বাটনে ক্লিক করুন।

আরও পড়ুনঃ কিভাবে উইন্ডোজ 10 এ Recycle Bin Automatically Empty করবেন

শেষ কথা

আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনারা খুব সহজেই উইন্ডোজ 10 এ Run ডিজেবল করতে পারবেন।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment