কিভাবে গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করবেন

হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাকে গুগল নিউজ কি এবং কিভাবে গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করতে হয় সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয়ার চেষ্টা করব। এছাড়াও, আমরা আপনাকে বলব কিভাবে গুগল নিউজে Approval পেতে হয়।

আপনারা জানেন যে, প্রত্যেক ব্লগার তার ব্লগ ওয়েবসাইটে organic এবং সোশ্যাল মিডিয়া Traffic বাড়াতে চায়। কিন্তু এর জন্য আপনাকে গুগল সার্চ এবং সোশ্যাল প্ল্যাটফর্মে অনেক বেশি পরিশ্রম করতে হবে।

আজ আমরা আপনাকে গুগল নিউজ সম্পর্কে বিস্তারিত বলব, যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য organic এবং সোশ্যাল মিডিয়া ট্রাফিক পাবেন।

কারণ বর্তমানে প্রত্যেক ব্যক্তির কাছে একটি স্মার্ট ফোন আছে এবং এতে গুগল প্রি-ইন্সটল রয়েছে, যা আপনাকে লক্ষ লক্ষ ট্রাফিক সহজে পেতে সাহায্য করবে। আপনাকে শুধু গুগল নিউজে আপনার ব্লগ বা ওয়েবসাইট সাবমিট করতে হবে এবং গুগল নিউজের অনুমোদন পেতে হবে।

যদি আপনার ব্লগ গুগল নিউজে প্রদর্শিত হয় তাহলে দর্শকরা আপনার ব্লগে আসবে এবং যদি তারা আপনার সাইটের তথ্যটি সঠিক মনে করে তাহলে তারা সেই আর্টিকেলটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবে।

Google News কি

গুগল নিউজ একটি নিউজ প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন ভাষায় লক্ষ লক্ষ সংবাদ প্রকাশিত হয়। এই সমস্ত আর্টিকেলগুলো গুগল দ্বারা লিখিত নয়। এই আরটিকেলগুলো Google News Publishers দের দ্বারা লেখা হয়েছে, যাদেরকে গুগল নিউজ দ্বারা যাচাই করা হয়েছে।

গুগল নিউজ প্ল্যাটফর্ম পাঠক এবং Publishers উভয়ের জন্য একটি দুর্দান্ত সংবাদের উৎস। এখানে পাঠক দ্রুত নির্ভরযোগ্য এবং নির্ভুল খবর পায়। আর Publishers এখান থেকে লক্ষ লক্ষ ট্রাফিক পায়, যা গুগল নিউজ ফিড থেকে আসে।

আরও পড়ুনঃ সেরা ৫ ওয়ার্ডপ্রেস Two Factor Authentication প্লাগিন

কিভাবে গুগল নিউজের জন্য আপনার ওয়েবসাইট তৈরি করবে

আপনাকে গুগল নিউজে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে না, তবে আপনাকে আপনার ব্লগ ওয়েবসাইটটি অন্য যেকোন সিএমএস প্ল্যাটফর্মে তৈরি করতে হবে – যেমন ব্লগার এবং ওয়ার্ডপ্রেস। আপনি যদি গুগল নিউজে আপনার ওয়েবসাইট দেখাতে চান, তাহলে আপনাকে আপনার ওয়েবসাইটের গুগল নিউজ publisher approval নিতে হবে।

Google News যে ধরণের ওয়েবসাইট Approval দিয়ে থাকে

  • সংবাদ ওয়েবসাইট
  • স্থানীয় সংবাদ ওয়েবসাইট
  • মাইক্রো নিশ ব্লগ
  • কৃষি ওয়েবসাইট বা ব্লগ
  • প্রযুক্তি ওয়েবসাইট
  • Architecture ওয়েবসাইট
  • আর্ট ব্লগ
  • Automotive ওয়েবসাইট
  • ব্যবসা
  • কারুশিল্প এবং শখ
  • নকশা
  • বিনোদন
  • ব্যবস্থা
  • ফ্যাশন স্টাইল
  • খাদ্য পানীয় ওয়েবসাইট
  • ক্রীড়া ওয়েবসাইট
  • বাড়ি এবং বাগান
  • স্থানীয় ভাষা এবং তথ্য ব্লগ
  • পুরুষদের জীবনধারা
  • সংবাদ এবং রাজনীতি
  • পিতামাতা এবং শিশু
  • গার্হস্থ্য পশু
  • ফটোগ্রাফি ব্লগ
  • রিয়েল এস্টেট ওয়েবসাইট
  • বিজ্ঞান প্রযুক্তি ওয়েবসাইট
  • শপিং ওয়েবসাইট
  • বিশেষ আগ্রহের ব্লগ
  • ভ্রমণ ব্লগ
  • নারী জীবনধারা

আপনি যদি গুগল নিউজে ওয়েবসাইট Submit করতে চান, তাহলে আপনার কিছু বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ।

গুগল নিউজ পাবলিশারে ব্লগ জমা দেওয়ার সময় যে বিষয়গুলো মনে রাখতে হবে

যখনই আপনি গুগল নিউজে আপনার ব্লগ সাবমিট করবেন, তখন আপনার মূল কিছু বিষয়ের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। যা দিয়ে আপনি সহজেই গুগল নিউজের অনুমোদন পাবেন।

আপনি যদি গুগল নিউজ পাবলিশারে আপনার ব্লগ জমা দেওয়ার সময় এই বিষয়গুলো খেয়াল না রাখেন, তাহলে আপনার গুগল নিউজ অ্যাকাউন্ট বাতিল হয়ে যাবে।

গুগল নিউজে ওয়েবসাইট জমা দেওয়ার আগে যে বিষয়গুলো মনে রাখতে হবে

  • আপনার সাইটের ডোমেইন নাম সঠিক ভাবে দিন।
  • একটি ভালো ওয়েব হোস্টিং কিনুন ।
  • ওয়েবসাইটের থিম হতে হবে হালকা ওজন এবং সঠিক।
  • ওয়েবসাইটে প্রয়োজনীয় পৃষ্ঠা তৈরি করুন – আমাদের সম্পর্কে, আমাদের সাথে যোগাযোগ করুন ইত্যাদি
  • আপনার ওয়েবসাইটে এএমপি সেটাপ করতে হবে
  • ওয়েবসাইটে শুধুমাত্র আপনার মূল বিষয়বস্তু প্রকাশ করুন
  • ওয়েবসাইটের নেভিগেশন বিভাগ সঠিক রাখুন
  • ব্লগ ওয়েবসাইটের লোডিং স্পীড ঠিক ভালো রাখার চেষ্টা করুন
  • এসইও ফ্রেন্ডলি ইউনিক আর্টিকেল লিখুন
  • প্রতিদিন কমপক্ষে একটি article লিখুন।
  • প্রতিটি আর্টিকেল কমপক্ষে 700 শব্দের লিখুন।
  • নিউজ আর্টিকেলের এসইও ফ্রেন্ডলি পারমালিংক রাখুন।
  • ব্লগ ওয়েবসাইটে ব্যাকরণে ভুল করবেন না।
  • নিউজ ওয়েবসাইটে ছবি এবং ভিডিও যুক্ত করুন
  • স্প্যাম, এডাল্ট কন্টেন্ট এবং অন্যান্য অপ্রয়োজনীয় বিষয়বস্তু রাখবেন না।
  • নিউজ ওয়েবসাইটে Yoast SEO Setup সঠিকভাবে করুন।
  • অন্য সিএমএস -এ একটি নিউজ ওয়েবসাইট তৈরি করার সময়, গুগল নিউজ সাইটম্যাপ তৈরি করা উচিত।

আপনি যদি এই সমস্ত বিষয় গুলো খেয়াল রাখেন তাহলে আপনি আপনি খুব সহজেই গুগল নিউজের অনুমোদন পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ কিভাবে কম্পিউটারের MAC Address বের করবেন

গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার পদ্ধতি

গুগল নিউজে ব্লগ ওয়েবসাইট জমা দেওয়া খুব সহজ, কিন্তু আপনি যদি গুগল নিউজে সঠিকভাবে জমা না দেন, তাহলে আপনার অনুমোদন পেতে সমস্যা হতে পারে।

  • গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার জন্য প্রথমে এই লিংকে ক্লিক করুন
  • এরপর গুগল নিউজ পাবলিশার সেন্টারে আপনার জিমেইল আইডি দিয়ে লগইন করুন। এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে, আপনি যে ইমেইল আইডি দিয়ে গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যাডসেন্স একাউন্ট করেছেন সেই সেম ইমেইল আইডি দিয়ে লগ ইন করতে হবে।
  • এরপর Add Publication অপশনে ক্লিক করুন
  • পরের উইন্ডোতে Publication Center এ আপনার ওয়েবসাইটের নাম দিন। Primary website property তে আপনার সাইটের লিংক দিন। এরপর লোকেশন সিলেক্ট করে Add publication এ ক্লিক করুন।
  • এরপর Publication Settings এ ক্লিক করুন
  • এরপর আপনার ওয়েবসাইটের Primary Language নির্বাচন করুন।
  • Primary website property URL সেকশনের Verify in Search Console এ ক্লিক করলেই সার্চ কনসোল ভেরিফাই সম্পন্ন হবে।
  • এরপর Additional website property URLs সেকশনের Additional Url এ ক্লিক করে Url সেকশনে আপনার সাইটের Url দিয়ে Add বাটনে ক্লিক করুন।
  • Contacts সেকশন থেকে New Contact এ ক্লিক করে ইমেইল এড্রেস দিয়ে add বাটনে ক্লিক করুন। এরপর Next বাটনে ক্লিক করুন।
  • পরের পেজে Square logo সেকশন থেকে Add Square Logo তে ক্লিক করে 1000 by 1000 px অথবা 512 by 512 px এর লোগো আপলোড করুন।
  • Rectangular logo সেকশন থেকে Add Light Theme Rectengular Logo এবং Add Dark Theme Rectengular Logo বাটনে ক্লিক করে আপনার সাইটের লোগো Light এবং Dark কালার করে আপলোড করুন।
  • লোগো আপলোড কমপ্লিট হওয়ার পর স্ক্রিনের উপরের ডান দিকে থাকা Save বাটনে ক্লিক করুন।
  • এরপর Back arrow তে ক্লিক করুন।
  • এরপর Google News সেকশনে ক্লিক করুন।
  • পরের পেজে Edit অপশনে ক্লিক করুন।
  • Basic information সেকশনের Publication description এর ঘরে আপনার সাইটের বর্ণনা লিখুন এবং Publication category এর নিচে থাকা ড্রপ ডাউন মেনু থেকে আপনার সাইটের ক্যাটাগরি সিলেক্ট করে দিন।
  • Distribution সেকশনের Countries Worldwide রাখুন। Google properties এর ঘরে Allow all properties সিলেক্ট করে দিন।
  • Tracking সেকশনে Google Analytics tracking ID for app এর ফাঁকা ঘরে Google Analytics tracking ID বসিয়ে Next বাটনে ক্লিক করুন।
  • এরপর Sections থেকে New Section এ ক্লিক করে Feed এ ক্লিক করুন।
  • Add feed এর Section title এ আপনার সাইটের নাম দিন। RSS or Atom feed URL এর নিচের ফাকা ঘরে আপনার সাইটের Rss feed এর লিংক দিন । View access এর নিচের ড্রপ ডাউন মেনু থেকে Anyone সিলেক্ট করে Add বাটন ক্লিক করুন।
  • Access groups সেকশনে কোন কিছু চেঞ্জ না করে Next বাটনে ক্লিক করুন।
  • এরপর Please review our terms of service এর ডান পাশে থাকা review অপশনে ক্লিক করুন।
  • পরের পেজে Name, Contact Email, Title, Organization এগুলো লিখে Submit বাটনে ক্লিক করুন।
  • Content এর ডানপাশে থাকা Review বাটনে ক্লিক করুন।
  • এরপর Articles এ ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে There are no article in this Section. এই অবস্থায় আপনি google news এ আবেদন করতে পারবেন না। এমন পরিস্থিতিতে নিচের ধাপ গুলো অনুসরন করুন।
  • এরপর Back arrow তে ক্লিক করে PUBLICATIONS এর নিচে থাকা আপনার ওয়েবসাইটের নামের উপরে ক্লিক করুন। Content labels এ ক্লিক করুন।
  • Content labels সেকশনের Site-wide content labels এ ক্লিক করে
  • এরপর Labels এর নিচে থাকা ড্রপ ডাউন মেনু থেকে Blog সিলেক্ট করে Update বাটনে ক্লিক করুন।
  • এরপর Area content labels অপশনে ক্লিক করে Url সেকশনে আপনার সাইটের সব category এর লিংক গুলো একে একে কপি করে দিন এবং Labels থেকে Blog সিলেক্ট করে Add বাটনে ক্লিক করুন।
  • এরপর ১০-১৫ মিনিট অপেক্ষা করুন । তারপর পুনরায় Google news এ ক্লিক করে Edit এ ক্লিক করুন। Content Settings এর Articles এ ক্লিক করলে এখন আপনি আপনার সাইটের আর্টিকেল গুলো দেখতে পাবেন।
  • Review and Publish এ ক্লিক করে Publish বাটনে ক্লিক করুন।

গুগল নিউজে Application কত দিনের মধ্যে Approve হয়?

আপনি গুগল নিউজে আবেদন করার পর 7 দিন থেকে 2 মাসের মধ্যে গুগল নিউজের অনুমোদন পেতে পারেন। এটি নির্ভর করে গুগল নিউজ ম্যানেজার কখন আপনার আবেদন পর্যালোচনা করবে।

শেষ কথা

এভাবে আপনি সহজেই আপনার ওয়েবসাইটের জন্য গুগল নিউজের অনুমোদন পাবেন।

এর জন্য, আপনাকে শুধুমাত্র আপনার ব্লগ ওয়েবসাইটটি সঠিকভাবে গুগল নিউজে সাবমিট করতে হবে।

আপনি যদি এই আর্টিকেলের মাধ্যমে গুগল নিউজের অনুমোদন পেতে কিছু হলেও সাহায্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং যদি এই আর্টিকেল সম্পর্কে আপনার কোন প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলেও কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment