কিভাবে ফায়ারফক্স এবং গুগল ক্রোম ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন পরিবর্তন করবেন

ডাউনলোড লোকেশন মূলত আপনার পিসির একটি ফোল্ডার যেখানে আপনার ব্রাউজার আপনার ডাউনলোড করা সব ফাইল সেভ করে রাখে। প্রতিটি ব্রাউজারের এই ফাইলগুলি সংরক্ষণ করার জন্য এটির ডিফল্ট জায়গা রয়েছে। আবার আপনি ইচ্ছা করলে এই ডাউনলোড লোকেশন গুলো পরিবর্তন করতে পারবেন। আপনি যে ব্রাউজারটি ব্যবহার করেন সে অনুযায়ী আপনাকে ডিফল্ট ডাউনলোড লোকেশন পরিবর্তনের কাজটি করতে হবে। কারণ আলাদা আলাদা ব্রাউজারের জন্য ডিফল্ট ডাউনলোড লোকেশন পরিবর্তনের পদ্ধতি কিছুটা ভিন্ন । আজকের আর্টিকেলে আমরা আপনাদের দেখাব কিভাবে ফায়ারফক্স এবং গুগল ক্রোম ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন পরিবর্তন করবেন।

কেন ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন চেঞ্জ করা উচিত

সাধারনত যে কোন ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন ‘C’ ড্রাইভের ভেতরে থাকে। যার ফলে আমরা যখন নিয়মিত বিভিন্ন জিনিস ডাউনলোড করতে থাকি তখন তা ‘C’ ড্রাইভের ভেতরে থাকা Downloads ফোল্ডারে গিয়ে জমা হতে থাকে। যার ফলে ধীরে ধীরে ‘C’ ড্রাইভের মেমোরি ইউজ বাড়তে থাকে। আর ‘C’ ড্রাইভের মেমোরি ইউজ বেড়ে যাওয়ার কারণে আপনার কম্পিউটার ধীরে ধীরে স্লো হতে থাকবে। আবার নিয়মিত Downloads ফোল্ডার থেকে ফাইল অন্য লোকেশনে ট্রান্সফার করা ঝামেলার ব্যাপার। এই সব কারণে ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন চেঞ্জ করা উচিত ।

ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন পরিবর্তন

ভিন্ন ভিন্ন ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন ভিন্ন ভিন্ন জায়গায় থাকে। আবার ভিন্ন ভিন্ন ব্রাউজারের ক্ষেত্রে ডাউনলোড লোকেশন পরিবর্তন করার পদ্ধতিও ভিন্ন। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে ভিন্ন ভিন্ন ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন চেঞ্জ করতে হয়।

কিভাবে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন চেঞ্জ করবেন

ফায়ারফক্স ইতিহাসের সর্বকালের সেরা ব্রাউজারগুলির মধ্যে একটি। এটি একটি ফ্রি এবং ওপেন সোর্স ওয়েব ব্রাউজার। ফায়ারফক্স দ্রুত এবং যথেষ্ট সুরক্ষিত ওয়েব ব্রাউজার।

মোজিলা ফায়ারফক্স ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন পরিবর্তন করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার পিসিতে মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করুন।
  • এরপর ব্রাউজারের উপরের ডান কর্নারে থাকা ইউটিলিটি মেনু বা তিন দাগ মেনুতে (নিচের ছবিতে দেখুন) ক্লিক করে Settings এ ক্লিক করুন।
  • এরপর বাম পাশের প্যানেল থেকে General মেনুতে ক্লিক করুন। তারপর মাউস নিচের দিকে স্ক্রল করলে Files and Applications সেকশনের আন্ডারে Downloads অপশন দেখতে পাবেন।
  • এরপর আপনারা Browse বাটনে ক্লিক করে যে নতুন লোকেশনে Download করা ফাইল গুলো রাখতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিন।

এরপর থেকে মজিলা ফায়ারফক্স দিয়ে আপনি যা কিছু ডাউনলোড করবেন, তা আপনার সিলেক্ট করা ফোল্ডারে জমা হবে।

আরও পড়ুনঃ কিভাবে উইন্ডোজ 10 কম্পিউটার অটোমেটিক লক করবেন

কিভাবে গুগল ক্রোম ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন পরিবর্তন করবেন

গুগল ক্রোম বর্তমান সময়ের সেরা ব্রাউজারগুলির মধ্যে একটি। এটিও ফায়ারফক্সের মত একটি ফ্রি এবং ওপেন সোর্স ওয়েব ব্রাউজার।

গুগল ক্রোম ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন চেঞ্জ করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার পিসিতে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন।
  • এরপর ব্রাউজারের উপরের ডান কর্নারে থাকা থ্রি ডট মেনুতে (নিচের ছবিতে দেখুন) ক্লিক করে Settings এ ক্লিক করুন।
  • এরপর বামপাশের প্যানেল থেকে Advanced মেনুতে ক্লিক করে Downloads এ ক্লিক করুন।
  • এরপর আপনারা Change বাটনে ক্লিক করে যে নতুন লোকেশনে Download করা ফাইল গুলো রাখতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিন।

এরপর থেকে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনি যা কিছু ডাউনলোড করবেন, তা আপনার সিলেক্ট করা ফোল্ডারে জমা হবে।

আরও পড়ুনঃ কিভাবে Pendrive Bootable করবেন

কিভাবে Microsoft Edge ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন চেঞ্জ করবেন

Microsoft Edge ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন পরিবর্তন করার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুন-

  • প্রথমে আপনার পিসিতে Microsoft Edge ব্রাউজার ওপেন করুন।
  • এরপর ব্রাউজারের উপরের ডান কর্নারে থাকা থ্রি ডট মেনুতে (নিচের ছবিতে দেখুন) ক্লিক করে Settings এ ক্লিক করুন।
  • এরপর বামপাশের প্যানেল থেকে Downloads এ ক্লিক করুন।
  • এরপর আপনারা Location সেকশনের ডান পাশে থাকা Change বাটনে ক্লিক করে, যে নতুন লোকেশনে Download করা ফাইল গুলো রাখতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিন।

এরপর থেকে Microsoft Edge ব্রাউজার দিয়ে আপনি যা কিছু ডাউনলোড করবেন, তা আপনার সিলেক্ট করা ফোল্ডারে জমা হবে।

শেষ কথা

আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি অনুসরন করে আপনারা আপনাদের কম্পিউটারের Microsoft Edge, ফায়ারফক্স এবং গুগল ক্রোম ব্রাউজারের ডিফল্ট ডাউনলোড লোকেশন চেঞ্জ করতে পারবেন।

আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।

ধন্যবাদ

Share on:
Avatar photo

Hello Friends, I am James harden, the founder of this site. This blog provides accurate and precise information on Technology, Banking, Insurance, Tips & Tricks, Online Earning, Computer troubleshooting and much more.

Leave a Comment