আপনি কি জানেন কীভাবে উইন্ডোজ ডুয়াল-বুট পিসিতে ডিফল্ট ওএস সেট করতে হয়?
ডুয়াল বুট হল আপনার কম্পিউটারে দুই বা ততোধিক অপারেটিং সিস্টেম ইনস্টল করার একটি কনফিগারেশন। উদাহরণস্বরূপ, আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন এবং এখন উইন্ডোজের নতুন ভার্সন উইন্ডোজ 11 ব্যবহার করে দেখতে চান, তাহলে আপনি একই পিসিতে ডুয়াল বুট এর মাধ্যমে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 ব্যবহার করতে পারবেন।
আপনার যদি ইতিমধ্যেই একটি ডুয়াল বুট সিস্টেম থাকে বা আপনার পিসিতে উইন্ডোজের একাধিক সংস্করণ ইনস্টল করা থাকে, তাহলে এই দুই অপারেটিং সিস্টেমের মধ্যে থেকে আপনি আপনার পছন্দের অপারেটিং সিস্টেমটিকে ডিফল্ট ওএস হিসেবে সেট করতে পারবেন। আপনি যদি তা করেন, তবে আপনার পিসি সর্বদা আপনার পছন্দের অপারেটিং সিস্টেমের মাধ্যমে বুট হবে।
Table of Contents
উইন্ডোজ ডুয়াল-বুট পিসিতে ডিফল্ট ওএস সেট করার পদ্ধতি
আপনার পিসিতে একাধিক উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকলেই শুধুমাত্র এই পদ্ধতিটি কাজ করবে। আপনার যদি উইন্ডোজ এবং লিনাক্স ডুয়াল-বুট সিস্টেম থাকে তবে এটি কাজ করবে না।
উইন্ডোজ ডুয়াল-বুট পিসিতে ডিফল্ট ওএস সেট করার ২ টি পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব-
System Properties এর মাধ্যমে ডিফল্ট ওএস সেট
System Properties এর মাধ্যমে উইন্ডোজ ডুয়াল-বুট পিসিতে ডিফল্ট ওএস সেট করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন –
- প্রথমে আপনার কম্পিউটারে System Properties উইন্ডো ওপেন করুন। System Properties উইন্ডো ওপেন করার জন্য Windows Key + R কি চেপে SystemPropertiesAdvanced টাইপ করে এন্টার কি প্রেস করুন।
- System Properties উইন্ডো থেকে Advanced Tab এ ক্লিক করে স্ক্রিনের নিচের দিকে থাকা Startup and Recovery অপশনের ডান পাশে থাকা Setting বাটনে ক্লিক করুন। (নিচের ছবিতে দেখুন)
- পরের উইন্ডোতে Default operating system এর নিচে থাকা ড্রপ ডাউন মেনু থেকে আপনি যে OS টিকে ডিফল্ট হিসাবে সেট করতে চান সেটি নির্বাচন করুন এবং Ok বোতামে ক্লিক করুন ।
এরপর থেকে আপনার নির্বাচিত OS টি আপনার পিসিতে ডিফল্ট OS হিসেবে সেট হয়ে গেছে। এখন থেকে আপনি যখন আপনার কম্পিউটার চালু করবেন তখন উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে এই ওএসটি লোড করবে ।
আরও পড়ুনঃ কিভাবে কম্পিউটার থেকে জাঙ্ক ফাইল ডিলিট করবেন
System Configuration এর মাধ্যমে ডিফল্ট ওএস সেট
System Configuration এর মাধ্যমে উইন্ডোজ ডুয়াল-বুট পিসিতে ডিফল্ট ওএস সেট করার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন –
- প্রথমে আপনার কম্পিউটারে System Configuration উইন্ডো ওপেন করুন। System Configuration উইন্ডো ওপেন করার জন্য Start মেনুতে ক্লিক করে System Configuration টাইপ করে এন্টার কি প্রেস করুন।
- এরপর Boot ট্যাবে ক্লিক করে আপনি যে OS টিকে ডিফল্ট হিসাবে সেট করতে চান সেটি সিলেক্ট করে Set as default বাটনে ক্লিক করে Ok বোতামে ক্লিক করুন । (নিচের ছবিতে দেখুন)
এরপর থেকে আপনার নির্বাচিত OS টি আপনার পিসিতে ডিফল্ট OS হিসেবে সেট হয়ে গেছে। এখন থেকে আপনি যখন আপনার কম্পিউটার চালু করবেন তখন উইন্ডোজ স্বয়ংক্রিয়ভাবে এই ওএসটি লোড করবে ।
আরও পড়ুনঃ কিভাবে Quick Access History ডিলিট করবেন
শেষ কথা
আমরা আশা করছি উপরের দেখানো পদ্ধতি গুলো অনুসরন করা আপনারা সহজেই উইন্ডোজ ডুয়াল-বুট পিসিতে ডিফল্ট ওএস সেট করতে পারবেন।
আর্টিকেলটি নিয়ে যে কোন ধরনের প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানান।
ধন্যবাদ